নবীন কুন্ডু লেন ঠনঠনিয়া সর্বজনীন দুর্গোৎসব সমিতির ৮৭ তম বর্ষের শ্রীশ্রী দুর্গাপুজোর শুভ সূচনা করলেন স্থানীয় পৌরমাতা মাননীয়া সুপর্ণা দত্ত। উপস্থিত ছিলেন চিনু হাজরা এবং রহিত দাস।
উদ্বোধনের পর সুপর্ণা দত্ত জানালেন, “আমাদের সবার কাছে পূজো একটা আলাদা বৈচিত্র্যময় অধ্যায়। সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং শুভকামনা। সবাইকে জানাই অনেক অনেক বড় অভিনন্দন সবাই ভালো থাকুক এবং ভালো থাকুক এই কামনা করছি। পূজোর আশা আকাঙ্ক্ষা সবার কাছেই থাকে। সবাই চায় সব কষ্ট ভুলে গিয়ে এইকটা দিন আনন্দে থাকি। এবং ভালো থাকি।”
এদিন প্রচুর মানুষ আসেন উদ্বোধনী অনুষ্ঠানে মায়ের আগমনের সূচনায়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাধারন মানুষ।