বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ওয়েবসিরিজ পরিবেশন করে KLIKK এখন দর্শকদের অন্যতম পছন্দের ওটিটি প্লাটফর্ম। এবার এই অ্যাপ নিয়ে আসছে বাংলায় অভিনব মিনি সিরিজ ‘কালো সাদা আবছা’। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মিনি সিরিজটির ‘মোশন পোস্টার’ যার পরতে পরতে রয়েছে রহস্যের ছোঁয়া।
‘কালো সাদা আবছা’ র কাহিনীতে রক্তিম, সোহিনী, এবং অঙ্কিতা তিনজনের বাড়িতেই একদিন একই সময়ে ‘কালো সাদা আবছা’ নামের একটা বই কুরিয়ার আসে। বইয়ের লেখকের নাম দেবমাল্য সেনগুপ্ত। লেখক তিনজনকেই বইটা পড়ার অনুরোধ জানায় এবং একটা ঠিকানা সহ লিখে পাঠায় ভালো লাগলে যোগাযোগ করতে। কৌতুহলের কারণে তিনজনেই গল্প গুলো পড়ে এবং চমকে ওঠে। গল্প গুলোর সাথে তিনজনের লুকিয়ে থাকা সত্য ঘটনা মিলে যায়। এর পর এক এক করে তিনটি গল্প পর্দায় ফুটে ওঠে।
কে এই দেবমাল্য? এই সব ঘটনা সে জানলো কিভাবে? রহস্যের উদঘাটনের জন্য তিনজনেই বেরিয়ে পরে। কাকতলীয় ভাবে তিনজনই একই সময়ে উপস্থিত হয় ওই রহস্যময় বাড়িতে। শুরু হয় আরও এক আলো আঁধারির খেলা। গল্পে উঠে আসে আরও এক নতুন চরিত্র, সমরেশ লাহিড়ী। কে এই সমরেশ লাহিড়ী? কি সম্পর্ক তার এই কালো সাদা আবছার সাথে……….?
সবমিলিয়ে বেশ টানটান গল্পের প্রত্যাশা জাগিয়েছে এই অল্প সময়ের মিনি সিরিজ।এই ফেব্রুয়ারিতে মুক্তি পাবে শুধুমাত্র KLIKK-এ ।
‘কালো সাদা আবছা’ পরিচালনা করেছেন সুরজিৎ (সাহেব) মুখার্জি। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অম্লান মজুমদার। সিনেমাটোগ্রাফি করেছেন অনির। সঙ্গীত পরিচালনা করেছেন দিপাংশু লোধ। রূপসজ্জায় রাকেশ।
মিনি সিরিজটি প্রযোজনা করছে স্কাইপ্যান কমিউনিকেশন। জনসংযোগের দায়িত্বে আছেন রানা বসু ঠাকুর।
মিনি সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অম্লান মজুমদার, সুমেধা দত্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৌমেন দত্ত, ঋষাণ, রিয়া, আসিস সেন চৌধুরী, ঐশিন মজুমদার, স্বাগতম এবং প্রদীপ মিত্র।