১লা ফেব্রুয়ারি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সায়নী ব্যানার্জীর লেখা “না বলা কবিতারা” কাব্যগ্রন্থ। বইটি প্রকাশিত হয়েছে কচিপাতা প্রকাশন থেকে। এদিন বইমেলায় ‘কচিপাতা’র স্টলে বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় লেখক ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, লেখিকা বিথী চট্টোপাধ্যায়, শিল্পী সৌমিত্র রায়, সামাজিক উদ্যোক্তা রাহুল বসাক, কবি রাজা দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
লেখিকা সায়নী ব্যানার্জীর জন্ম ও বেড়ে ওঠা কলকাতাতেই। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজীতে স্নাতক সায়নীর সাহিত্যের প্রতি ভালোবাসা স্কুল জীবন থেকেই। একসময় অনুবাদ করার পাশাপাশি তিনি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করতেন এবং সেই লেখা অনেক জায়গায় প্রকাশিত হয়েছে। ‘না বলা কবিতারা’ গ্রন্থটিতে স্থান পেয়েছে বাহাত্তরটি কবিতা। এবং এই বইয়ের কবিতাগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে আজকের সমাজের বিভিন্ন বিষয় এবং এই বইয়ের কবিতায় প্রেমের অনেক রকম রূপ তুলে ধরা আছে। মানুষের সাথে মানুষের যে জন-সম্পর্ক সে বিষয়েও কবিতা আছে এই বইটিতে। কলকাতা বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে ‘কচি পাতা প্রকাশনী’ স্টলে (নাম্বার ৪৮৩ বি)।