১লা ফেব্রুয়ারী কলকাতার হরিশ পার্কে উদ্বোধন হল ‘হ্যাংলা ফেস্ট” ফুড ফেস্টিভ্যালের।
ফেস্টিভ্যালের উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী কার্তিক ব্যানার্জী, বিশিষ্ট আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিশিষ্ট তবলাবাদক মল্লার ঘোষ, অভিনেতা সাহেব ভট্টাচার্য্য, দেবিকা মুখার্জী, মল্লিকা ঘোষ , ইন্দ্রানী ঘোষ, পারমিতা মুন্সী ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ।
ফেস্টিভ্যালে পাওয়া যাচ্ছে খাদ্যারসিকদের রসনা তৃপ্তির জন্য নানান ধরনের খাদ্য। শীতের পিঠেপুলি থেকে শুরু করে, চাইনিজ, লেবানিজ, কন্টিনেন্টাল থেকে দেশী বিরিয়ানি ও চাপ কাটলেট। শহরের নামজাদা কিছু রেস্টুরেন্টও স্টল দিয়েছে এখানে।
এছাড়াও মেলায় থাকছে ফিল্ম প্রমোশন ও নানান অনুষ্ঠান। যেখানে দেখা হয়ে যেতে পারে প্রিয় সেলেব্রিটির সাথে। এক শীতের সন্ধ্যায় প্রিয় নায়ক-নায়িকার সাথে হয়ে যেতে পারে একটা স্মরণীয় সেলফির সুযোগ। ছোটদের জন্য আছে নানান জয় রাইড ও গেমস।
হরিশ পার্কে ‘হ্যাংলা ফেস্ট” ফুড ফেস্টিভ্যাল চলবে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত।