ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির দুর্গা পূজায় পূজিত হবেন প্রতিষ্ঠানের প্রাণপুরুষ ভগবান

ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপাস্য শ্রীশ্রী ভগবান গত ২৭শে মে দেহ রেখেছেন। গত বছর পর্যন্ত দুর্গা পুজোয় প্রতিষ্ঠানের সাধু ও ভক্তরা ভগবানকেই মা দুর্গা রূপে পূজো করতেন। তাঁর পায়েই পড়ত অঞ্জলি। তাঁকে উদ্যেশ্য করেই হত মন্ত্র উচ্চারণ। তিনিই ছিলেন আশ্রমের ভক্তদের কাছে মা দুর্গা স্বয়ং। পুজোর চারটে দিন ভক্তদের কাছে দুর্গারূপে ধরা দিতেন শ্রীশ্রী ভগবান।

ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সন্যাসী স্বামী অচ্যুতানন্দ জানান, “একবার দুর্গাপূজার সময় ভগবান গভীর সমাধিতে থাকেন অনেকক্ষণ।তারপর জগতে ফিরে আস্তে আস্তে তিনি বলেন আগামী তিনদিন এখানে স্বয়ং মা পূজো গ্রহণ করবেন। আর ভক্তরা নিজেরাই সেটা অনুভব করবে। এরপর ভক্তদের মধ্যে পর পর নানা ভাবের সঞ্চার হয়। অনেকেই মাকে কিছু কিছু অনুভব করেন। ভগবানের কথা মতই মা স্বয়ং পূজা গ্রহণ করেন”।

এবার শ্রীশ্রী ভগবান সশরীরে আর নেই। তবে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এবারেও দুর্গাপুজোর আয়োজন করবে তাঁকে উপাস্য করেই। দুর্গাপুজোয় পূজিত হবে শ্রীশ্রী ভগবানের পটচিত্র। তাঁর দেখানো পথেই তাঁকে সামনে রেখে নিজেদের মধ্যের অসুর কে হারাতে দুর্গা শক্তির উপাসনায় মাতবেন আশ্রমের সন্যাসী ও ভক্তরা।