১৮ই অক্টোবর বড়িশা সাতের পল্লী সম্মিলনীর সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন সম্পন্ন হল। ৬৮তম বছরে বড়িশার এই পূজার বিষয়বস্ত হল ‘একটি গ্রাছ একটি প্রাণ’। বৃক্ষরোপনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়ছে এই মণ্ডপে। বিশিষ্ট সমাজসেবী শ্রী কার্তিক বন্দ্যোপাধ্যায় এই পূজার উদ্বোধন করেন। সময়োপযোগী বিষয়বস্তু নির্বাচনের জন্য আয়োজকদের সাধুবাদ জানান শ্রী বন্দোপাধ্যায়।
পুজো কমিটির অন্যতম আয়োজক শ্রী দীপ্তিরঞ্জন প্রধান জানান পুজোর মণ্ডপ সজ্জার মাধ্যমে তাঁরা দর্শনার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে চান।
পুজো উদ্বোধনের সাথে সাথে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবী শ্রী শ্যামাদাস রায় মহাশয়ের ৮০তম জন্মদিন পালন করে সকল সদস্যরা।