ভবানীপুরে খুলল ‘দ্যা গ্লাম‘ বিউটি সেলন

সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। আর পুজোতে সব বয়সের নারী ও পুরুষ নিজের লুকস নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করেন। সেই স্বপ্নের লুকস কে বাস্তবে রূপ দিতে ভবানীপুরে ১৯ শে সেপ্টেম্বর খুলল বিশিষ্ট গ্ল্যামার বিশেষজ্ঞ প্রিয়া দাসের নতুন সেলন ‘দ্যা গ্লাম ‘। অভিনেত্রী মাফিনের হাত দিয়ে শুভ সূচনা হল এই ঝাঁ চকচকে সেলনটির।এছাড়াও উপস্থিত ছিলেন সৌরভ পাল, বাবন ব্যানার্জি, অসীম বসু
এবং জয়দীপ মুখার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তি।

সেলনের ইন্টেরিয়র এবং ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। সংস্থার তরফ থেকে প্রিয়া দাস জানান, যে তার স্বপ্ন ছিল একটি বিউটি সেলন খুলবেন এবং সেটির আরও অনেক আউটলেট হবে। এছাড়াও জানালেন যে এই উদ্যোগের মাধ্যমে সারা বছর বিভিন্ন উৎসবে অনুষ্ঠানে তারা নারী এবং পুরুষকে দায়িত্বের সঙ্গে তাদের মনের মত করে সাজাবেন যাতে প্রিয়জনের চোখে তাদের গ্রাহক আরও সুন্দর হয়ে ওঠেন।

দ্যা গ্লাম সেলনের সঙ্গে রয়েছে দক্ষ কর্মী যারা আধুনিক এবং ঐতিহ্যপূর্ণ সাজে সাজিয়ে তুলতে পারদর্শী। উন্নত মানের প্রসাধনী এবং কর্মীদের পারদর্শিতা দিয়ে সৌন্দর্যের ভাষাকেই বদলে দেবার প্রতিশ্রুতি দেয় ‘দ্যা গ্লাম”।