এভারেস্ট হাউসে নতুনরূপে খুলল টাইটাসের প্রিমিয়ার শোরুম

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে টাইটাস অন্যতম। আমূল সংস্কারের পর টাইটাসের জহরলাল নেহেরু রোডে এভারেস্ট হাউসের শোরুমটি পুনরায় খুলল ১লা সেপ্টেম্বর । নতুনভাবে খোলা বিপনীটিতে থাকছে টাইটাসের নিজস্ব পন্য ছাড়াও বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের সম্ভার। শোরুমটির উদ্বোধন করেন মিস ইন্ডিয়া ইউনিভার্স অপ্সরা গুহঠাকুরতা।

শোরুমের ম্যানেজার রাজা মুখার্জি জানালেন এখানে পুরুষ, মহিলা এবং ছোটদের সবরকম জুতো ছাড়াও পাওয়া যাবে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, অন্তর্বাস, ট্র্যাকস্যুট, ফ্যামিলি ব্যাগ এবং আরও অনেক আকর্ষণীয় অ্যাক্সেসরিজ।

শারদ উৎসবের ঠিক প্রাক্কালে দু হাজার স্কোয়ার ফুটের এই বিপনিতে থাকছে বিশেষ পূজা ডিসকাউন্ট এবং কেনাকাটার ওপর আকর্ষনীয় উপহার।