পোস্ত রাজবাড়ীর দ্বিতীয় আউটলেট খুলল গড়িয়াতে

১০ই সেপ্টেম্বর ‘পোস্ত রাজবাড়ী’র দ্বিতীয় আউটলেট খুলল গড়িয়াতে। এই রেস্তোরাঁর প্রথম আউটলেটটি আছে পাটুলি ফ্রায়ার ব্রিগেডের কাছে। পোস্ত রাজবাড়ীর বিশেষত্ব হল এখানে আধুনিক বাংলা খাবার পাওয়া যাবে। এছাড়াও আছে ফিউশান বেঙ্গলী ফুড। ভুতের রাজা দিলো বরে যেমন পুরোনো বাঙালি খাবার পাওয়া যায় এখানে পুরোটাই আধুনিক বাঙালি খাবার। পোস্ত রাজবাড়ীর আরও একটি বিশেষত্ব হলো প্রতি রবিবার বুফে পাওয়া যাবে তাও মাত্র ৭৯৯ টাকায়। এছাড়াও সারাবছরই একটি বুফে টেবিল যার নাম ‘তিলোত্তমা থালি’ পাওয়া যাবে।

পোস্ত রাজবাড়ীর দ্বিতীয় আউটলেট উদ্বোধনে উপস্থিত বিশিষ্ট অতিথিরা

পোস্ত রাজবাড়ী গড়িয়া আউটলেটের উদ্বোধন করেন বন্ধন ব্যাংকের ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ এবং কো-ফাউন্ডার নির্মলা ঘোষ। এছাড়াও ছিলেন মুখরোচকের এম. ড. প্রণব চন্দ্র, ডিরেক্টর জিৎ চক্রবর্তী, অভিনেত্রী সুমনা দাস, রিয়া গাঙ্গুলী, সোহিনী গুহ রায় আরও বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এছাড়াও এখানের ঠাকুর দালানে সারাবছরই পুজো হবে। যারা কলকাতা বা কলকাতার বাইরে থাকেন তারা যে কোনো সময়েই পুজোর আমেজ উপভোগ করতে পারবেন। ভুতের রাজা দিল বর, পোস্ত রাজবাড়ী ছাড়াও কর্ণধার রাজীব পালের ফ্যামেলি বিজনেস হল হিন্দুস্তান সুইটস্ যার বয়স ৭৪ বছর। রাজীব বাবুর বাবা বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রবীন্দ্র কুমার পালের জন্মদিনও ছিল ১০ই সেপ্টেম্বর। তাঁর জন্মদিনটা পোস্ত রাজবাড়ীতে কেক কেটে হইহই করে উদযাপন হয় একইসাথে।