২৯ এ সেপ্টেম্বর প্রেসক্লাবে ‘শারদীয়ার শুভেচ্ছা ২০২৩’ শীর্ষক একটি পুজোর গানের অ্যালবাম প্রকাশিত হলো। শিল্পী গৌতম মজুমদারের তত্ত্বাবধানে এবং এ. আর. মিউজিক ও ফিল্মসের ব্যানারে প্রকাশিত এই মিউজিক অ্যালবামে থাকছে সাতটি গান। গানগুলি গেয়েছেন শিল্পী গৌতম মজুমদার, রেশমি মুন্সী, মিশানী সরকার, সংযুক্ত দাস এবং ঐক্যতানের শিল্পীবৃন্দরা।
মিউজিক ভিডিওটি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত গিটারবাদক পন্ডিত স্বপন সেন। তাছাড়াও উপস্থিত ছিলেন সুরকার প্রশান্ত কুমার সাহা, সঙ্গীতশিল্পী গৌতম মজুমদার সহ মিউজিক অ্যালবামটির সঙ্গে যুক্ত শিল্পীরা।
গৌতম মজুমদার জানান, “প্রচলিত রীতি মেনে সিডি প্রকাশের সাথে সাথে ইউটিউবেও শোনা যাবে এই অ্যালবামের গানগুলো। অনেক নতুন শিল্পী কাজ করেছেন এই অ্যালবামে।ভবিষ্যতেও নতুন প্রতিভাদের নিয়ে আরও কয়েকটি গানের অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা আছে”।
পন্ডিত স্বপন সেনও ভূয়সী প্রশংসা করেন শিল্পী গৌতম মজুমদারের এই কাজের।