টানা ১০০০ দিন ফেসবুক লাইভে খ্রিস্টের বাণী প্রচারে রেকর্ড করল গুড নিউজ মিশন চার্চ

বিশপ ড: শ্রীকান্ত দাসের নেতৃত্বে গুড নিউজ মিশন চার্চ খ্রিস্টের বাণী প্রচারে অসাধারণ কাজ করে চলেছে। করোনা মহামারীর সময়ে একটি অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করেছিলেন বিশপ ড: শ্রীকান্ত দাস। লকডাউনে মানুষ যখন চার্চমুখী হতে পারেন নি তখন তাদের কাছে বাড়িতে বসেই যিশুর বাণী শোনার সুযোগ করে দেবার জন্য শুরু করেছিলেন প্রতিদিন ফেসবুক লাইভ অনুষ্ঠান। সময় শুরু করা সেই ফেসবুক লাইভ প্রার্থনার উদ্যোগ ৩র সেপ্টেম্বর ১০০০ দিন সম্পন্ন করল। এই ১০০০ দিন ফেসবুক লাইভের বিশেষ মাইলস্টোন উদযাপন করার জন্য মৌলালি যুব কেন্দ্রে এদিন আয়োজিত হয়েছিল একটি বিশেষ ভক্ত সমাবেশের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্ট অনুরাগীরা গুড নিউজ মিশন চার্চ এর এই বিশেষ উদযাপনে সামিল হয়েছিলেন। সেখানে যীশুর কাছে প্রার্থনা ও সমবেত ভক্তি প্রদর্শন এর মাধ্যমে এই দিনটিকে তারা স্মরণীয় করে রাখেন।

১০০০ দিন ফেসবুক লাইভ উদযাপন অনুষ্ঠানে সামিল গুড নিউজ মিশন চার্চের অগনিত অনুরাগীরা

বিশপ ড: শ্রীকান্ত দাস জানান, “আমরা এক হাজার দিন ফেসবুক লাইভ করার মাধ্যমে যীশুর বাণী অগণিত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আগামী দিনেও আমরা এই ফেসবুক লাইভ কার্যক্রম চালিয়ে যাব। বিশ্বের কোন প্রান্তে কোন চার্চ বোধহয় এরকম অভূতপূর্ব কাজ আগে করেনি। বলা যেতে পারে এ বিষয়ে আমরা একটি রেকর্ড স্থাপন করেছি। যীশুর আশীর্বাদে আমরা আরো বেশি মানুষের কাছে আগামী দিনে পৌঁছে যাব।”