অর্থনৈতিক প্রতারণা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর কাজ করছে বঙ্গনিধি অ্যাসোসিয়েশন

বঙ্গনিধি অ্যাসোসিয়েশন একটি নন প্রফিট সংস্থা যার লক্ষ্য জনসচেতনতা বাড়িয়ে মানুষকে অর্থনৈতিক প্রতারণার হাত থেকে বাঁচানো। বঙ্গনিধি বিভিন্ন রকম অন লাইন স্ক্যাম, চিটফান্ড, ক্রিপ্টো কারেন্সি ও শেয়ার বাজার স্ক্যাম সম্বন্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চায় যাতে তাঁরা সাবধান ও আর্থিকভাবে নিরাপদ থাকতে পারেন।

২৩শে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের বিস্তৃত কর্মধারা তুলে ধরেন সংস্থার চেয়ারম্যান সুমন সরকার। এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী ও বন্ধন ব্যাংকের আঞ্চলিক ম্যানেজার দীপাঞ্জন গুহ সহ বঙ্গনিধির প্রতিনিধিরা।

সুমন সরকার জানান “মাইক্রো ফাইন্যান্স সংস্থাগুলিকে সঠিকভাবে পরিচালনা করার দিশা দেখানো বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের আরেকটি অন্যতম সামাজিক উদ্যোগ। অ্যাসোসিয়েশনের মেম্বাররা বা অন্যান্য “এন জি ও” যাতে কোনো ফাঁদে না আটকে সৎভাবে ব্যবসা করে সে বিষয়েও পরামর্শ দেয় আমাদের সংস্থা। বঙ্গনিধি অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত আওয়ারনেস প্রোগ্রাম গুলোর প্রধান মোটো হলো সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা সতর্ক থাকেন অত্যাধিক লোভের ফাঁদে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন না হন। অসাধু কোম্পানির ডিরেক্টরদের কারণে পুরো সিস্টেমকেই যাতে ভুগতে না হয় তার বার্তা জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার কাজ করে বঙ্গনিধি”।