কলকাতায় আয়োজিত হল প্রথম আন্তর্জাতিক নমঃশূদ্র-মতুয়া সাহিত্য-সংস্কৃতি সম্মেলন ২০২৩

‘অল ইন্ডিয়া মতুয়া, নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ’- এর উদ্যোগে ৩ সেপ্টেম্বর রবিবার মৌলালি যুবকেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত হল ‘১ম আন্তর্জাতিক নমঃশূদ্র-মতুয়া সাহিত্য-সংস্কৃতি সম্মেলন: ২০২৩’। এই আন্তর্জাতিক সম্মেলনে শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও সাহিত্য ক্ষেত্রে নমঃশূদ্র, মতুয়া, উদ্বাস্তুদের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন জাতি, বর্ণ ও ধর্মের অভিজ্ঞ গবেষক, লেখক, সাহিত্যিক, অধ্যাপক ও প্রতিনিধিরা। অনুষ্ঠানটি ব্লেন্ডেড মোডে আয়োজিত হয়। অনলাইনে ইংল্যান্ড, আমেরিকা এবং নাইজেরিয়ার প্রতিনিধিরাও অংশগ্রহন করেন।

সন্মানীয় প্রধান অতিথি হিসাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি দপ্তরের মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য একঝাঁক ব্যক্তিত্ব।

প্রেসের সামনে বক্তব্য রাখছেন সাহিত্য সম্মেলনের মুখ্য আয়োজক রঞ্জিত সরকার

সম্মেলনের মুখ্য আয়োজক অল ইন্ডিয়া মতুয়া নমঃশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদের চেয়ারম্যান রঞ্জিত সরকার জানান, “ছত্রিশটি জনজাতির প্রতিনিধি আমাদের এই প্রথম সাহিত্য-সংস্কৃতি সম্মেলনে যোগ দিয়েছেন। পাহাড় থেকে সাগর পশ্চিমবঙ্গের সব প্রান্ত তাছাড়াও ভারত ও বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এখানে এসেছেন। এই সব প্রতিনিধিরা বিভিন্ন সামাজিক কাজ কর্মের সঙ্গে যুক্ত আছেন। আমরা আগামী দিনে ওনাদের মতামত এবং পরামর্শ মতো বিভিন্ন কর্মসূচি গ্রহন করবো”।