স্পিড পেইন্টার রবীন বরের একক চিত্র প্রদর্শনী শুরু হল ৮ অগস্ট ‘অকাডেমী অফ্ ফাইন আর্টস’-এর নর্থ গ্যালারিতে। প্রদর্শনী চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। দর্শনার্থীরা প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন।
ধর্মতত্ত্ব বিশেষতঃ কৃষ্ণের জীবনের নানা দিক এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। চিত্রকর রবীন বর জানিয়েছেন, “বিভিন্ন মাধ্যম মিলিয়ে মোট ১১৩ টা চিত্রকর্ম এই প্রদর্শনীতে রাখা হয়েছে।”
অভিনেতা তথা বারাসাত বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক চক্রবর্তী ওরফে চিরঞ্জিত, চিত্রশিল্পী সমীর আইচ, সুব্রত গঙ্গোপাধ্যায়, রঞ্জিতকুমার রাউত সহ চিত্র সমালোচক প্রশান্ত দাঁ-র উপস্থিতিতে শুরু হয় এই প্রদর্শনী।
বলে রাখা ভালো, সৃষ্টিশীল চিত্রকর্মের জন্য এর আগে একাধিক সংস্থা থেকে সম্মানিত হয়েছেন চিত্রকর রবীন বর।
আজ প্রদর্শনী স্থলে দর্শনার্থীদের সামনে একই সাথে দুই হাত ও এক পা ব্যবহার করে তিনটি পৃথক ছবি একই সাথে এঁকে দর্শনার্থীদের তাক লাগিয়ে দেন চিত্রকর রবীন বর।