জুনিয়র পি সি সরকারের অ্যানিমেটেড বায়োপিকের প্রথম পর্ব প্রকাশ করল ‘এফ এম ডি মিউজিক বাংলা’ ইউটিউব চ্যানেল

পি সি সরকার নামটা মানেই অসম্ভবকে সম্ভব করে দেখানো এক মায়াজালের দুনিয়া। বাঙালির শৈশবস্মৃতিতে, পি সি সরকার সিনিয়র বা জুনিয়র, দুজনেই জুড়ে আছেন প্রায় এক শতাব্দীকাল। সেই স্বনামধন্য জাদুকর জুনিয়র পি সি সরকারের জীবনী নির্ভর ‘জুনিয়র দ্য ম্যাজিসিয়ান অব অল টাইম’ অ্যানিমেটেড বায়োপিক দেখা যাবে ‘এফ এম ডি মিউজিক বাংলা’ ইউটিউব চ্যানেলে। অভিজিৎ পাল-এর ভাবনা, কাহিনী, চিত্রনাট্য ও সঙ্গীত অবলম্বনে তৈরি এই বায়োপিকের প্রথম পর্ব ২রা আগস্ট প্রকাশিত হল ‘এফ এম ডি মিউজিক বাংলা’ ইউটিউব চ্যানেলে।

কোলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিজিৎ পাল জানান, “সিনিয়র পি সি সরকার মারা যাওয়ার পর জুনিয়র পি সি সরকারের ধীরে ধীরে বিখ্যাত হওয়ার নেপথ্য কাহিনী নিয়েই তৈরী হয়েছে অ্যানিমেশন ভিত্তিক ১৪ মিনিটের প্রথম পর্ব। চার পর্বের মধ্যে আজ প্রথম পর্ব প্রকাশিত হল।”

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জুনিয়র পি সি সরকার, জয়শ্রী সরকার, অভিনেত্রী মৌবনী সরকার এবং বিধায়ক মদন মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জুনিয়র আমরা প্রত্যেকে সব্বাই। পরিচালক অভিজিৎ বিশ্বাস করেন আসলে জন্ম দুপ্রকার। একটা সাল তারিখ অনুযায়ী আর একটা নিজের কর্মে। জাপান সূর্য উদয়ের দেশ কিন্তু ভারত হলো সূর্য তৈরির দেশ। তিনি বিশ্বাস করেন সবাই জুনিয়র হয়েই লড়াই শুরু করেন। প্রায় শুরু থেকে সেই পথেই একের পর এক কাজ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন অভিজিৎ। অভিজিৎ-এর স্বপ্নের প্রজেক্ট এই সিরিজে নেপথ্য কণ্ঠ দিয়েছেন অভিনেতা খরাজ মুখার্জি।

সাংবাদিক সম্মেলনে নতুন প্রজন্মের সীমা দেবনাথ, চিত্রকর অতনু, ডি ও পি সিদ্ধার্থ, সহ অনেককে ‘জুনিয়র’ স্মারক দিয়ে সন্মানিত করা হয়।