গল্ফগ্রিনে খুলল টলিউড অভিনেত্রী পপি রায়ের নতুন ক্যাফে

মুম্বাইয়ে প্রায়শই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের পাশাপাশি কিছু নতুন উদ্যোগের কথা। সেখানে অনেকেরই আছে হোটেল রেস্তোরাঁ ব্যবসা, ফিটনেস স্টুডিও বা নিজের নামের ফ্যাশন লেবেল। তাদের মতোই বাংলার অভিনেতা-অভিনেত্রীরাও এখন অভিনয়ের সাথেসাথে খুলছেন নিত্য নতুন ব্যবসা। টলিউডের অভিনেত্রী পপি রায় কলকাতা দূরদর্শন সংলগ্ন গল্ফগ্রিন অঞ্চলে খুললেন ‘পপি’স নেস্ট’ নামের একটা নতুন ক্যাফে এবং ফার্স্টফুড জংশন। ২১শে আগস্ট ক্যাফের উদ্বোধনে উপস্থিত ছিলেন স্থানীয় পুরোপিতা তপন দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, অভিনেতা ইন্দ্রনীল মল্লিক সহ টলিউদের এক ঝাঁক শিল্পী।

ক্যাফে উদ্বোধনে পপি রায়ের সাথে অভিনেতা ইন্দ্রনীল মল্লিক

“আমাদের ক্যাফেতে থাকছে বিভিন্ন ধরনের কফি, জিভে জল আনা নানা ধরনের সুস্বাদু স্নাক্স এবং নানাবিধ ফলের রস সহ বাহারি পানীয়, যা চলতি মানুষদের আকর্ষণ করবেই”, জানালেন পপি।

এছাড়াও পপি জানালেন নিউ গড়িয়া অঞ্চলে তাঁর ‘পপি’স প্রডাকশন হাউস’ -এ নতুন শিক্ষানবিশদের সমকালীন আদবকায়দার প্রশিক্ষণ দেবেন টালিগঞ্জের প্রতিথযশা পরিচালক, ক্যামেরাম্যান এবং এডিটররা। এছাড়া নতুন খোলা ক্যাফের পাশেই পপি তৈরী করেছেন ‘পপিস নেস্ট নেইল আর্ট এবং বুটিক শোরুম’।