২০ আগস্ট রবিবার কলকাতা মিলন মেলা প্রাঙ্গনে আয়োজিত হল পশ্চিমবঙ্গ বেকারস এসোসিয়েশনের ২৩ তম বার্ষিক সভা। এদিনের বার্ষিক সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বেকার এসোসিয়েশনের সভাপতি বজরং প্রসাদ আগরওয়াল, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম সম্পাদক নূর হোসেন মল্লিক সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত বেকারি ব্যবসায়ীরা।
আসোসিয়েশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম বেকারি ব্যবসার বিভিন্ন সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে সমস্যাগুলিকে কাটিয়ে উঠে কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার পরামর্শ দেন।
বার্ষিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি বেকারি ব্যবসায়ীরা সুযোগ পান পার্শ্ববর্তী প্যাভিলিয়নে আয়োজিত ফুডটেক এক্সিবিশন ঘুরে দেখার। সেখানে ব্যবসার জন্য জরুরী অত্যাধুনিক যন্ত্রপাতি এবং নতুন উন্নত মানের কাঁচামাল সম্পর্কে তারা ধ্যান ধারণা লাভ করেন।
এদিনের বার্ষিক শোভা থেকে বেকারই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কিছু দাবিদাওয়া পেশ করা হয় সরকারের কাছে। এই দাবিদাওয়া গুলির মধ্যে অন্যতম হলো বেকারী উৎপাদনের ওপর ন্যূনতম হারে জিএসটি প্রয়োগ ও বেকারি শিল্প স্থাপনের জন্য সিঙ্গেল উইন্ডো পারমিশন দেওয়ার পদ্ধতি চালু করার দাবি।