বলিউডি সিনেমার গানে বাঙালি গায়ক ও সুরকারদের দাপট আজও অব্যাহত। সঙ্গীতচর্চা করা বাঙালি প্রতিভাদের জন্য মায়ানগরি মুম্বাই আজও এনে দেয় সর্বভারতীয় সাফল্য ও স্বীকৃতি। বলিউডি গান শুনতে ভাল বাসে না এরকম মানুষ বোধহয় কমই আছে। হিন্দি গানের বাজার ও প্রভাব এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী। আর সেই গান যদি মৌলিক এবং স্বতন্ত্র হয তাহলে তার আলাদা কদর করেছে মুম্বাই।
সেই মৌলিক গানকে প্রাধান্য দিয়েই মুম্বাইয়ের খ্যাতনামা হোটেলে আয়োজিত হল “দ্যা ক্লেফ মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩”। দশজন বিচারক ৬ মাস ব্যাপী নিখুঁত নির্বাচনের মধ্য দিয়ে যোগ্যতানুযায়ী এই পুরস্কার প্রদান করেন। ইতিপূর্বে সনু নিগম, জীৎ গাঙ্গুলী পুরষ্কৃত হয়েছেন।
এবছর দশ হাজার প্রতিযোগীর মধ্যে রাজ নন্দিনী (হিন্দি ) ছবির “ও হাম সফর ও মেরি জান” গানের জন্য বিশেষ জুরি আওয়ার্ড পেলেন বাঙালি সংগীত পরিচালক সুধীর দত্ত। এখানে পপ,রক ডিভোশনাল সহ বহু বিশিষ্ঠ গানের সৃষ্টিশীল সুরের বিচারে পুরস্কৃত করা হয়।