‘ওম স্বস্তি ফিল্মস’-এর পরিচালনায় আগামী ২২ সেপ্টেম্বর কোলকাতার ‘মোহিত মঞ্চ’-এ আয়োজিত হতে চলেছে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’।
‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’-এর কর্ণধার আদিত্য দাস ১৭ই জুলাই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “এর মধ্যেই কোলকাতা সহ রাজ্যের বুকে আলোড়ন তুলেছে ‘ওম স্বস্তি ফিল্মস’-এর পরিচালনায় হতে চলা ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’। পরিসংখ্যান বলছে ওই ফ্যাশন শো-তে কম করে ৮০ জন অংশ নেবেন।”
প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’ উপলক্ষ্যে প্রকাশিতব্য ম্যাগাজিনের কভার পেজ ও ফ্যাশন শোয়ের ‘টাইটেল সঙ’ জনসমক্ষে আনা হয়। এছাড়াও ‘স্বপ্ন উড়ান’-এর অফিসিয়াল স্ক্রিনিং ও ‘সম্পর্কের বাঁধন’ নামাঙ্কিত প্রোমো প্রকাশ করা হয়।