পশ্চিমবঙ্গ তথা দেশজুড়ে গতকাল ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন ১লা জুলাই পালিত হল চিকিৎসক দিবস হিসাবে। একইদিনে পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল নবম ভারত গৌরব অনন্য সন্মান-২০২৩। প্রতিবছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কৃতী ব্যাক্তিদের এই সন্মান যৌথভাবে প্রদান করে রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্ট।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ড. এস.কে শাহনাওয়াজ মোল্লা, সূর্য্যকান্ত চ্যার্টাজী, অমল কে ভৌমিক, সংস্থার সভাপতি শ্রীলগ্না মিশ্র দেব, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সম্পাদক শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহ অনন্যরা।
এবারের ভারত গৌরবে স্বর্নপদক প্রাপকেরা হলেন বিশ্বরুপ সিনহা, অমল কে ভৌমিক, রাজীর শ্রাবণ, পি. শাশ্বতী, রূপা দও চৌধুরী, প্রদীপ বড়াল, ড. শ্রীপর্ণা চট্টোপাধ্যায়ের। আর রৌপ্য পদক প্রাপকেরা হলেন-কৃষ্ণকলি বন্দোপাধ্যায়, ড.এস.কে শাহনাওয়াজ মোল্লা, অভিজিৎ বন্দোপাধ্যায়, স্বরূপ রায়, ডাঃ পার্থ চ্যাটার্জি ও শ্রীলেখা চ্যাটার্জি।
তাছাড়া উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জী , গোপীনাথ ধর, সুশান্ত রায়, বংশীবদন চট্টোপাধ্যায়ের, তনুশ্রী ধর, রুবী মল্লিক, দেবব্রত রায় চৌধুরী সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও সহ-সম্পাদক শুভ্রা নায়েক।