২০শে জুন শুভ রথযাত্রার পুণ্যলগ্নে উত্তর কলকাতার দেশবন্ধু পার্কে দ্বারোদঘাটন হল নবনির্মিত জগন্নাথ মন্দিরের। মানিকতলা বিধানসভার কনভেনর শ্রেয়া পাণ্ডের উদ্যোগে ও পরিকল্পনায় প্রতিষ্ঠিত হল শ্রীশ্রী জগন্নাথদেবের লোহা ও কাঁচ দিয়ে তৈরি এই সুদৃশ্য মন্দিরটি। মন্দিরটির স্থাপত্য ও নির্মাণ শৈলীও শ্রেয়ার নিজস্ব ভাবনাপ্রসূত।
গত ২০শে ফেব্রুয়ারি প্রয়াত জননেতা সাধন পাণ্ডের প্রথম মৃত্যুদিবসে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণের পরিকল্পনা গ্রহন করেন তাঁর সুযোগ্যা কন্যা শ্রেয়া পান্ডে। মাত্র চার মাসের ব্যবধানে যুদ্ধকালীন তৎপরতায় এই মন্দিরটি নির্মাণ করে রথের দিনে প্রভু জগন্নাথকে মন্দিরে স্থাপন করতে পেরে এক প্রশান্তির হাসি শ্রেয়ার চোখেমুখে।
“আজ আমি অত্যন্ত খুশি। প্রভু জগন্নাথের ইচ্ছায় মাত্র চারমাসের মধ্যে তাঁর মন্দির নির্মাণ শেষ করতে পেরেছি। প্রভুর করুণা হয়েছে তাই তিনি আমার ইচ্ছা পূরণ করেছেন এই মন্দির প্রতিষ্ঠা করার। আজ হাজার হাজার মানুষের স্বতস্ফূর্ত যোগদানে আমি আপ্লুত। আজ থেকে সকলের জন্য এই মন্দির উন্মুক্ত হল। আজ সকলের জন্য প্রভুর প্রসাদেরও আয়োজন করেছি”, জানালেন শ্রেয়া পান্ডে।