ক্রীড়ামোদী পুলিশ ইন্সপেক্টরের উদ্যোগে মঙ্গলকোট পেল আধুনিক ক্রীড়া পরিকাঠামো

রাজনৈতিক হানাহানির খবরে পরিচিত নাম মঙ্গলকোট। কিন্তু সাম্প্রতিককালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট খবরে আসছে তার নতুন আধুনিক ক্রীড়া পরিকাঠামোর জন্য। টানা দু বছর সময়কালে এলাকার সামগ্রিক ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে গতি এনেছেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি। থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠ কে আধুনিক ক্রীড়াক্ষেত্র হিসাবে রুপান্তরিত করায় বড় ভূমিকা নিয়েছেন এই পুলিশ অফিসার। চারদিকে সীমানা প্রাচীর, সুলভ শৌচাগার, পানীয়জল, রাতে আলোর ব্যবস্থা পর্যন্ত করাতে মেঠো মাঠ হয়ে উঠেছে মিনি স্টেডিয়াম।  এলাকার খুদেদের বিনোদনে বিভিন্ন খেলার উপাদান রয়েছে এখানে।

গত শুক্রবার  সকালে পশ্চিম মঙ্গলকোটে  গনপুর হাইস্কুলের মাঠে গিয়ে ৫৪ জন আদিবাসী ফুটবলারদের (২০জন মেয়ে ও ৩৪ জন ছেলে সমেত) এবং এদিন অর্থাৎ শনিবার নুতনহাটের লালডাঙ্গা ক্রীড়াঙ্গনের ৬ জন আদিবাসী ফুটবলারদের প্রত্যেককে দু সেট গেঞ্জি ও দু সেট প্যান্ট এবং ফুটবল প্রদান করলেন আইসি পিন্টু মুখার্জি । তিনি জানান, ” বিভিন্ন সামাজিক কাজকর্ম এর সাথে পুলিশের নিবিড় সম্পর্ক থাকে,সেটাই পালন করছি মাত্র”।

এলাকাবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলকোট থানার পুলিশের উদ্যোগে ১৬ দলের ফুটবল টুর্নামেন্ট যেখানে বিদেশি ফুটবলাররাও খেলেছেন ও ক্রিকেট – ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয় এই লালডাঙ্গা মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *