বাঙালির আড্ডা কি নেহাত নাচ গান আর গাল গপ্পো? না, বাঙালির আড্ডা অনেক সময়ই হয় সৃজনশীল। আড্ডা থেকে উঠে আসে কার্যকরী কিছু চিন্তাভাবনা। সৃষ্টি ডান্স একাডেমির বৈশাখী আড্ডা ছিল তেমনই একটি অনুষ্ঠান।
সেলিব্রিটিদের সঙ্গে স্টেজ শেয়ার করলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা।
রাম ঠাকুর বৃদ্ধাশ্রমের কয়েকজনকে মঞ্চে নিয়ে আসা হয়। রতন ঝাউয়ার তাঁদের সঙ্গে বসে সঙ্গীত পরিবেশন করেন।
এরপরে পরিচালক কৌশিক গাঙ্গুলী আসেন। কিছুক্ষণ বক্তব্য রাখেন। কিছুক্ষণ পরে অভিনেত্রী মাধবী মুখার্জী মঞ্চে আসেন। বেশ কিছু সময় কৌশিক গাঙ্গুলী ও মাধবী মুখার্জী একসঙ্গে মঞ্চে ছিলেন। মাধবী মুখোপাধ্যায় আবৃত্তি করেন ‘ থাকবো না ভাই। থাকবো নাকো । থাকবে না ভাই কিছু…’
কৌশিক গাঙ্গুলি বলেন, আমায় যে ছবির কাজ চলছে সেখানে অনেক চরিত্রই আপনাদের মত । ভাল থাকবেন আপনারা।
এরপরে গ্রুপ ডান্স হয় আনন্দ ধারা বহিছে ভুবনে ।এই নাচ বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ বৃদ্ধাশ্রমের একজন দীপালি চক্রবর্তী সহ আরও কয়েকজনকে নিয়ে ইন্দ্রানী গাঙ্গুলী নৃত্য পরিবেশন করেন।সত্তরোর্ধ এই মানুষদের
এরপরে সম্মানিত করা হয়। অভিনেত্রী লিলি চক্রবর্তী, দীনেশ পোদ্দার, মল্লার ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিত্ব মঞ্চে উপস্থিত ছিলেন।