মানুষের মঙ্গল কামনায়, সমাজকে ঐক্যের সুরে বাঁধতে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা কলকাতার ভবানীপুরে নিয়ে এল ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরাম। কলকাতায় এই পাদুকাযুগল নিয়ে আসার পেছনে প্রধান উদ্যোক্তা হলেন মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র ও সমাজ সেবক শ্রী ঝন্টু দে। ভবানীপুরে যদুবাবুর বাজারের সামনে ২৭ এপ্রিল সারাদিন বিশেষ মঞ্চ নির্মাণ করে এই পাদুকর রাখা ছিল জনসাধারণের দর্শন ও পূজার জন্য।
নবদ্বীপের শ্রীচৈতন্য মহাপ্রভুর ইতিহাস অনুসারে এই পাদুকা শ্রী চৈতন্য নিজে রেখে গিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর জন্য। বিষ্ণুপ্রিয়া দেবী এই পাদুকা যুগলকেই পুজো করেছেন সারাজীবন।
পাদুকা যুগল দর্শন করতে জড় হয়েছিলেন অগণিত সাধারণ মানুষ থেকে শুরু করে এক ঝাঁক সেলিব্রেটি। দিনের বিভিন্ন সময়ে আসেন বিধায়ক তাপস রায়, চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী, গায়িকা পৌষালী ব্যানার্জী সহ সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট মানুষেরা।
মহাপ্রভুর পাদুকা সেবার জন্য একদিন আগেই গঙ্গাস্নান করে গঙ্গাজল সংগ্রহ করে আনেন ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের সভাপতি বিধায়ক শ্রী মদন মিত্র ও সম্পাদক শ্রী ঝন্টু দে।