মুক্তি পেল ‘ক্যাফে ওয়াল’ ছবির ফার্স্ট লুক

৬ মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রথীন্দ্র মঞ্চে মুক্তি পেল বাংলা ছবি ‘ক্যাফে ওয়াল’ এর মোশন পোস্টার এবং ফার্স্ট লুক। ‘ক্যাফে ওয়াল’ ছবির প্রযোজনা করেছেন শুভঙ্কর দাশগুপ্ত এবং নির্দেশক হলেন অরুদীপ্ত দাশগুপ্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, তুলিকা বসু ও রূপসা চ্যাটার্জি।

পাহাড়ের একটা ছোট্ট ক্যাফেতে ছোটবেলা থেকেই অনন্যা(রূপসা চ্যাটার্জি)যেতে খুব পছন্দ করে। ছোটবেলাটা বাবা মায়ের সাথে কাটানো সত্বেও, বড়বেলাটা তার কেটেছে মেনো মাসির (তুলিকা বসু) সাথে। সেই ক্যাফেতেই অর্ধেক এঁকে যাওয়া ছবি কে যেন রেখে যায় অনন্যার জন্য! এইদিকে কলকাতায় হয়ে চলেছে পরের পর খুন। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও খুনের কোন কুল কিনারা করে উঠতে পারছেন না। কোন কারনে খুন? খুনি কি খুব পরিচিত?


খুনের কিনারা করতে এবার ডাক পড়ে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিস্টার ব্যানার্জির (রজতাভ দত্ত)। খুনের সূত্র ধরতে ওনাকে পৌঁছাতে হয় পাহাড়ে অনন্যার বাড়িতে। এবারে এটাই দেখার যে খুনি ধরা পরল কিভাবে?
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, সমদর্শী দত্ত ,দেবরাজ মুখার্জি, দীপক হালদার, সুব্রত গুহরায়, শুভঙ্কর দাশগুপ্ত, সরন্যা দাশগুপ্ত, অনন্যা বিশ্বাস এবং প্রমুখ অভিনেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *