নববর্ষের নতুন মেনু ও গানে জমজমাট ‘ভূতের রাজা দিল বর’

৮ই এপ্রিল সন্ধ্যায় ‘ভুতের রাজা দিল বর’ রেস্টুরেন্ট প্রকাশ করল নববর্ষ ও অক্ষয় তৃতীয়ার নতুন মেনু ও তার সাথে নববর্ষের গান। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সন্দীপ ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য বাবলি, মৌবনী সরকার, নির্ঝর মিত্র, সুমনা দাস, সৌপ্তিক, পায়েল মুখার্জি, ফাহিম মির্জা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আগের বছরের মতো এই বছরও খাদ্যরসিকদের মন জয় করতে এই রেস্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ মিউজিক ভিডিও ও টাইটেল সঙ। এই ভিডিও তে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন খরাজ মুখার্জী। এছাড়াও ভিডিওটিতে অভিনয় করেছেন সন্দীপ ভট্টাচার্য্য, প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য ও আরও অনেকে। গানটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্তী। রেস্টুরেন্টের কর্ণধার রাজীব পাল জানান, ” বাঙালি খাবার মানেই, সত্যজিৎ রায়ের ছবির কথা মনে করিয়ে দেয়। হীরক রাজা দেশ থেকে শুরু করে ভুতের রাজা দিল বর আর আজকে সেই ভুতের রাজাই দর্শকদের জন্য উপহার দিয়েছেন নতুন মেনু। তিনি আরও বলেন শহরের অন্যান্য রেস্টুরেন্টের থেকে সম্পূর্ণ আলাদা ‘ভুতের রাজা দিল বর’। এখানে ভুতের রাজার কাছে খাবার চাইতে হবে তবেই মিলবে খাবার।”

নববর্ষের মেনুর একটি প্রদর্শনী

এদিন ভুতের রাজা দিল বর রেস্টুরেন্টের ১৮ বছরের জন্মদিন উপলক্ষে কর্ণধার রাজীভ পাল বিশেষ ১৮ টি পদের কথা ঘোষনা করেন যা পাওয়া যাবে মাত্র ১৮০ টাকায়। তিনি জানান খাদ্য রসিকদের কথা মাথায় রেখে রেস্টুরেন্টের প্রতিটি আউটলেটে পাঁচ থেকে ছয়শো কুপন দেওয়া হবে।

‘ভূতের রাজা দিল বর’ এর আউটলেট রয়েছে যাদবপুর, শিলিগুড়ি, সোদপুর, কল্যানী, সল্টলেক, চন্দননগর সহ বেশ কিছু জায়গায়। এখানে ইলিশ, ভেটকি, চিতল, কাঁকড়া থেকে শুরু করে চিকেন বা মটন সব পদই সাধ্যের মধ্যে তুলে ধরা হয়েছে বাঙালি খাদ্যরসিকদের সামনে। এই নববর্ষে বাঙালি খাদ্যের এই বিপুল সম্ভার চেখে দেখতে খাদ্যারসিকদের অন্যতম গন্তব্য হবে ‘ভুতের রাজা দিল বর’ এর আউটলেটগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *