এবার দক্ষিণে বসছে নববর্ষ বইমেলা

মানুষকে বইমুখী করার প্রয়াসে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে অতিমারীর পরে আবার এবছর আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে এবং কলকাতা পৌরসভা, কে.এম.ডি.এ ও ৯৩ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের সহযোগিতায় আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। এই উৎসব জুড়ে উদ্‌যাপন করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক।

এই বই উৎসব আয়োজন করার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বহু পাঠক দাবি জানিয়ে আসছিলেন গিল্ডের কাছে। কারণ ময়দান থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ার পর দক্ষিণের মানুষরা সেভাবে নিয়মিত যেতে পারতেন না। সেই অভাব মেটাতেই এই বই উৎসব তাঁদের ঘরের কাছে।

এবারের ‘নববর্ষ বই উৎসব’-এর উদ্বোধন আগামী ১৬ এপ্রিল সন্ধে সাড়ে ছটায়। এই বই উৎসব চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন ৩টে থেকে রাত ৯টা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী বাণী বসু, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস প্রমুখ বিশিষ্টজন।

মেলার ১০ দিন জুড়ে প্রতিদিন বিকেলে থাকছে নানান বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা। এইসব আলোচনায় উপস্থিত থাকছেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুণিজনেরা। এছাড়াও প্রায় রোজই থাকছে গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠান।
দক্ষিণ কলকাতার এই নববর্ষ বই উৎসবে উপস্থিত থাকছে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টলও। পাঠকদের জন্য থাকছে বিশেষ ছাড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *