২রা বৈশাখ সন্ধ্যায় মানিকতলা বিধানসভার কনভেনর শ্রীমতী শ্রেয়া পান্ডের আয়োজনে বর্ষবরণ ১৪৩০ অনুষ্ঠানের আসর বসেছিল দেশবন্ধু লেডিস পার্কে। জমজমাট এই বাংলা নববর্ষ উদযাপনে শুরুতেই গান গাইলেন জনপ্রিয় বাউল শিল্পী গৌতম দাস। বাউলগানের পরেই ছিল বলিউডের নামজাদা গায়ক অভিজিৎ ভট্টাচার্যের লাইভ কনসার্ট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ, বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি বাবন ব্যানার্জী সহ একঝাঁক রাজনৈতিক ও সামাজিক কাজকর্মের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা।
নববর্ষ উদযাপনের মঞ্চে মানিকতলা বিধানসভা এলাকার জন্য এক গুচ্ছ সামাজিক প্রকল্পের ঘোষণা করেন শ্রেয়া পান্ডে। এলাকার তরুণ-তরুণীদের জন্য থাকছে ফ্রী স্পোকেন ইংলিশ কোর্স, সুইমিং ট্রেনিং, মেয়েদের জন্য ক্যারাটে ট্রেনিং, গরমের ছুটিতে সিনেমা দেখার বিশেষ ব্যবস্থা ‘ছুটি ছুটি’।