১৯ জন পেলেন দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান

৭ই এপ্রিল কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ বঙ্গ গৌরব অনন্য সম্মান ২০২২-২৩। প্রতি বছর এই সন্মান প্রদান করে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি মল্লার ঘোষ, বিশেষ অতিথি সংগীত শিল্পী জেনিভা রায় ও বিশ্বরূপ সিনহা, সংস্থার সভাপতি মনোতোষ বেরা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহ-সভাপতি সনৎ সেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই “বস সিনেমাটিকের” দুটো শর্ট ফ্লিমের পোষ্টার লঞ্চ হয়। সংস্থার সভাপতি ও সম্পাদকের স্বাগত ভাষণ এর পর মূল অনুষ্ঠান’ সম্মান প্রদান” শুরু হয়।

এবারে মোট ১৯জন সম্মান প্রাপক। তাঁরা হলেন পল্লবী দাস, শুভজিৎ পাল, সঙ্গীতা কুমারী, বিশ্বরূপ সিনহা, শ্যামল প্রামানিক, কৃষ্ণচন্দ্র রাউত, মনীষা বেরা, প্রিয়াংকা পাল, মহঃ জানে আলম, জেনিভা রায়, সঞ্জয় মজুমদার, সুমন সরকার, প্রবীর পাচান, পাথসারথি সাহা, দেবরাজ দে ড. অশোক কুমার সিংহ, স্বরুপ রায়, শুভ্রা নায়েক, এবং বনিতা ঘোষাল।

এদিন প্রবীর পাচাল ও বিশ্বজিত মুখার্জী পরিচালিত মুক্তি আসন্ন বাংলা ছায়াছবি “মুখ মুখোশ” এর টিজার ও পোষ্টার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়।

তাছাড়া উপস্থিত ছিলেন দেব কুমার দে, দয়াল মণ্ডল ও রিয়া দাস । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আযোজক সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সংস্থার আহ্বায়ক দেবব্রত রায় চৌধুরী ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *