কলকাতা শহরে বেশ জনপ্রিয় ফটোগ্রাফার অভি সেনগুপ্ত। বিগত কয়েক বছর ধরে বেশ কিছু নামী ব্র্যান্ডের শ্যুটে ফটোগ্রাফার হিসাবে দেখা গিয়েছে তাকে। ইন্ডিয়ান ও ওয়েস্টার্ন লুকে নানা শ্যুটে ছবিতে তাক লাগিয়েছেন এই ফটোগ্রাফার।
সম্প্রতি অভিনেত্রী আলেকজান্দ্রা টেলর এর একটি শ্যুটে দেখা গিয়েছিল তাকে। নানান শাড়ী ব্র্যান্ড ও অন্যান্য ব্র্যান্ডের শ্যুট করেছেন তিনি। তবে বর্তমানে আরো কিছু বড়ো ব্র্যান্ডের শ্যুটিং এ ব্যস্ত অভি সেনগুপ্ত। এছাড়া নানা সিনেমার শ্যুটে দেখা গিয়েছে তাকে।
চিত্রগ্রাহক অভি সেনগুপ্ত জানান “আমি চাই আমার ক্যাপচার করা প্রতিটি ছবি একটু আলাদা হোক। তথাকথিত কাজ করতে আমি নারাজ। প্রতিটি ব্র্যান্ডের শ্যুটে তাই আমার আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। আমার পুরো টিম কে সেই মতো সব বলা থাকে, যাতে ছবি ক্যাপচার করার পর সেগুলো কে অন্য মাত্রার লুক দিতে পারি। বলতে পারেন প্রতিটি ছবির সাথে আমার আত্মার সম্পর্ক”।