করোনা অতিমারীর কারনে সম্ভব হয়নি কয়েক বছর। অতিমারীকে জয় করে পুনরায় তাদের বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোর কিশোরীদের প্রশিক্ষণ কেন্দ্র ‘তুলির টানে’।
২৪ এপ্রিল কোলকাতার ‘মধুসূদন মঞ্চ’-এ নিজেদের ২৫ তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন করল ‘তুলির টানে’। বাৎসরিক অনুষ্ঠান নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র-র অধ্যক্ষা নুপুর মুখার্জি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, “সংস্থার মোট ৭৭ জন শিক্ষার্থী এই বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, এর পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবিকাগণও বাৎসরিক অনুষ্ঠানে বিশেষ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।”
বলে রাখা ভালো, রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যের সাথে ওডিসি, ভারতনাট্যম, কত্থক এবং আধুনিক, পল্লিগীতি ও মার্গসঙ্গীতের ছোঁয়ায় অনুষ্ঠান হয়ে উঠেছিল বর্ণোজ্জ্বল।