অনুষ্ঠান করতে গিয়ে হয়রানির শিকার অভিনেত্রী দেবশ্রী রায়

সম্প্রতি কাঁথিতে একটি অনুষ্ঠান করতে গিয়ে হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। আয়োজকদের তরফে টালবাহানা ও অব্যবস্তা দেখে মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীকে। অথচ আঙুল উঠেছে তাঁর দিকে। দেবশ্রীর দাবি এমন কথাও বলা হয়েছে যে তিনি নাকি টাকা নিয়ে পালিয়ে গিয়েছেন। এমন মন্তব্য উঠে আসতেই নিজের কথা তুলে ধরতে ১১ এপ্রিল কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন অভিনেত্রী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ষীয়ান প্রোগ্রাম অর্গানাইজার তোচন ঘোষ এবং প্রযোজক সৌভিক দাশগুপ্ত।

সাংবাদিক সম্মেলনে দেবশ্রী রায় জানান, ২ এপ্রিল তাঁর কাঁথিতে একটি সংগঠনের অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। সেটি বৃষ্টির কারণে বাতিল হয়। এরপর সেটি ৩ তারিখে হবে বলে স্থির হয়েছিল। সেদিন তিনি প্রায় যখন পৌঁছে গিয়েছেন তখনও তাঁর কাছে পুলিশ এসে পৌঁছয়নি। পাশাপাশি আয়োজকরাও ফোন তোলেননি বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। পরে তিনি স্থানীয় থানা মারফত জানতে পারেন, অনুষ্ঠানের আয়োজকরা কোনও রকম পুলিশ অনুমতি না নিয়েই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই ঘটনার তীব্র নিন্দা করে শিল্পীদের নিরাপত্তার প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

একইসঙ্গে এই ঘটনার পর বেশ কিছু মিডিয়া তার মতামত না জেনেই তাকে দোষী সাব্যস্ত করে সংবাদ পরিবেশন করেছে বলে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *