মুক্তি পেল বাংলা মিউজিক ভিডিও ‘বেমানান’ এর পোস্টার

আগামী ২৩ মার্চ জি মিউজিক কোম্পানী থেকে মুক্তি পাচ্ছে গীতিকার সুমিত দত্ত-র কথায় ও সুরে, সৌগত সেনগুপ্ত-র কণ্ঠে, দেবাশীষ সরকার এবং শুভ্র সরকারের সঙ্গীতায়োজনে ‘বেমানান’ নামাঙ্কিত নতুন বাংলা মিউজিক ভিডিও।

২১শে মার্চ কোলকাতা প্রেস ক্লাবে সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জি সহ একঝাঁক বক্তিবর্গের উপস্থিতিতে উন্মোচিত হল ‘বেমানান’-এর পোস্টার।

‘বেমানান’ -এর গীতিকার সুমিত দত্ত জানান, “অসমবয়সী দুই ছেলেমেয়ের প্রেমের কাহিনী অবলম্বনে এই মিউজিক ভিডিওটি তৈরি হয়েছে। যেখানে ক্লাস টুয়েলভে পড়া সতেরো বছরের একটি ছেলে, কলেজের ফার্স্ট ইয়ারে পড়া ঊনিশ বছরের একটি মেয়ের প্রেমে পরে।”

বাংলা সঙ্গীত জগতে একঝাঁক প্রতিভাবান নতুন ছেলেমেয়েরা এই মুহুর্তে বেশ ভালো কাজ করছেন। সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে বেমানান -এর গায়ক সৌগত সেনগুপ্ত জানান “নতুন গায়কদের জন্য মিউজিক ভিডিও একটা ভালো কাজের সুযোগ। সিনেমার গানের বাইরেও মিউজিক ভিডিওর মাধ্যমে সঙ্গীতের সঙ্গে যুক্ত সকলে নিজেদের প্রতিভাকে মানুষের কাছে তুলে ধরার সুযোগ পান।”

পোস্টার উন্মোচনের পর এই মিউজিক ভিডিও অ্যালবামের গীতিকার ও সুরকার জানিয়েছেন, “আগামী দিনে এই ধরণের আরো বেশ কিছু কাজ দেখতে পাবেন বাংলার জনগণ।”

পোস্টার উন্মোচনের মুহূর্তকালে মুক্তি আসন্ন গানের দুই কলি নিজের কণ্ঠে গেয়ে শোনান গায়ক সৌগত সেনগুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *