গতকাল ছিল হিন্দু নববর্ষ। শুরু হল বিক্রম সম্বত ২০৮০। এই দিনেই হিন্দু সার্বভৌম সম্রাট বিক্রমাদিত্য সিংহারোহন করে বিক্রম সম্বত চালু করেন। প্রতি বছরের মতো এবছরেও হিন্দু নববর্ষ ও বিক্রম সম্বত-২০৮০ উদযাপন করা হয় কলকাতা সহ সারাদেশ জুড়ে।
সংস্কৃতি সংস্কারের উদ্যোগে এদিন কলকাতার বড়বাজারের কালাকার স্ট্রিটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান উদ্যোক্তা ওয়ার্ড সভাপতি স্বপন বর্মন। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী, প্রাক্তন বিধায়ক স্মিতা বকশী, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌম্য বকশী, মানিকতলার কনভেনর শ্রেয়া পান্ডে, সচিন ত্রিপাঠি, সুশীল কোঠারী,সঞ্জু বর্মন,ঘনশ্যাম শারডা, গজ্জু চান্ডক, ধূলিচাঁদ ঢাল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে নতুন বছর বিক্রম সংবতকে স্বাগত জানানো হয়। কথিত আছে এই দিনে ব্রহ্মা সমগ্র বিশ্ব সৃষ্টি করেছিলেন। তাই প্রতি বছর চৈত্রের শুক্লা প্রতিপদ দিয়ে শুরু হয় নতুন বছর। এই বছর হিন্দু নববর্ষ ‘বিক্রম সংবত ২০৮০’ শুরু হল ২২শে মার্চ থেকে।