কানে কম শোনা বা বধিরতা একটি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা। বধিরতা প্রতিরোধ ফার্মের ও শোনার যত্নের উপর জোর দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর উদ্যোগে সারা পৃথিবী জুড়ে ৩রা মার্চ বিশ্ব শ্রবণ দিবস পালন করা হবে। এই উপলক্ষ্যে ২রা মার্চ কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস মিটের আয়োজন করেছিল শ্রবণ সংক্রান্ত চিকিৎসা ও সামাজিক কাজে যুক্ত সংস্থা ‘অন্বেষা’।
এই বছর ৩রা মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একটি নতুন প্রশিক্ষণ ম্যানুয়াল আনুষ্ঠানিক ভাবে উদবোধন করেছে।
বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষ্যে অন্বেষা কলকাতা কান এবং শোনার যত্নের উপর নিম্নলিখিত সচেতনতামূলক অনুষ্ঠান করেছে।
২ মার্চ কলকাতা প্রেস ক্লাবে বিকেল ৪টে থেকে বিকেল ৫ টা অবধি বিশ্ব শ্রবণ দিবস ২০২৩ এর থিম ভিত্তিক একটি আলোচনা সভা আয়োজিত হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন মাননীয় অতিথি ড এন ভি কেমেন, ইএনটি সার্জন CMRI হাসপাতাল এবং ডঃ স্নেহাশিস বর্মন, সম্পাদক ADIWB | প্রেস মিটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার Primary ear and hearing care training manual এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ মার্চ কলকাতা পুলিশের সহায়তায় সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা অবধি দুটি ট্যাবলোতে শহরের বিভিন্ন জায়গায় জনসাধারণ, পথচলতি মানুষ, গাড়ি চালক এবং আরোহীদের জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। ওমেন’স ক্রিস্টিয়ান কলেজে ছাত্রীদের জন্য সুরক্ষিত শ্রবণ বিষয়ে এক ঘন্টা ব্যাপী একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হয়।
গড়িয়া মোড়ে ৩রা মার্চ বিকেল ৪টে থেকে বিকেল ৫ টা অবধি একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়, সেখানে কিছু বধিরতা যুক্ত ছেলে মেয়েরা নিজ বক্তব্যে এবং পথ নাটিকার ভিত্তিতে কানের এবং শোনার যত্ন বিষয়ে বার্তা দেয়।
৪ মার্চ কলকাতা পুরসভার ১০২ ওয়ার্ডের বাসিন্দা, অঙ্গনওয়াড়ি কর্মী, বধির শিশুদের মা বাবাদের জন্য কানের এবং শোনার যত্নের উপর একটি আলোচনা সভা করা হয়।