মৃত্যু বার্ষিকীতে লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানাতে বি. আর. মিউজিকস প্রকাশ করল গানের অ্যালবাম ‘মেরি লতা মা’

৫ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে শ্রদ্ধেয়া সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে বি. আর মিউজিকস প্রকাশ করল একটি গানের অ্যালবাম “মেরি লতা মা”।

অ্যালবামে লতা মঙ্গেশকর কে নিজের মা -এর জায়গায় বসিয়ে সঙ্গীতের অঞ্জলি দিয়েছেন শিল্পী বিশ্বজিৎ মন্ডল। অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিস্ট গায়িকা হৈমন্তী শুক্লা, জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সিধু এবং অভিনেত্রী ও গায়িকা জেনিভা।

বি. আর. মিউজিকস এর গানের অ্যালবাম ‘মেরি লতা মা’ প্রকাশ

সঙ্গীতের প্রতি বিশ্বজিতের ভালোবাসা বহু দিনের। ইচ্ছে ছিল বড়ো হয়ে সঙ্গীতের মাধ্যমেই জগৎ চিনবে তাঁকে। ঠাকুরদা মনের ভীতর সঙ্গীতের বীজটা রোপন করেছিলেন সেই ছোট্ট বেলায়। ঠাকুরদার অন্যতম সঙ্গীত সঙ্গী ছিল ছোট্ট বিশ্বজিৎ। ঠাকুরদা গত হওয়ার পর জীবনের প্রথম সঙ্গীতের পথ প্রদর্শক, সঙ্গীত গুরুকে হারালেও মনের সেই রোপন করা বীজ কিন্তু নষ্ট হয়নি। বড়ো হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সঙ্গীতের প্রতি ভালোবাসা, ইচ্ছে, অদ্যম প্রচেষ্টার ফলে ঠাকুরদার বোনা বীজটা অঙ্কুর থেকে চারাগাছে রুপান্তরিত হতে শুরু করে।

চলার পথে দেখা হয় আরেক সঙ্গীত প্রিয় মানুষের সাথে। তিনি হলেন বন্ধু রঞ্জীত। দুজনে মিলে শুরু হল সঙ্গীত সাধনা-গান লেখা, সুর দেওয়া। ২০২০ সালে দুই বন্ধু মিলে তৈরি করে ফেললো সঙ্গীতের ভালোবাসার মন্দির ‘বি আর মিউজিকস স্টুডিও’। তারপর থেকেই সেই স্টুডিও থেকে দর্শকদের জন্য উপহার দেওয়া হয় একের পর এক হিট গান। বিশ্বজিৎ মন্ডলের গাওয়া গান শুনতে ইউটিউবে সার্চ করুন BR MUSICS।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *