৫ ফেব্রুয়ারি মধ্যমগ্রাম কল্যাণ সমিতি শিশুভারতী ময়দানে হয়ে গেল শিশুদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রায় দুইশত শিশু অংশগ্রহণ করে।
বয়সের ভিত্তিতে ছিল দুটি বিভাগ। ‘ক’- বিভাগে ছিল ৮ বছর বয়স পর্যন্ত বাচ্ছারা এবং ‘খ’ বিভাগ ছিল ৮ থেকে ১৪ বছর বয়সীদের জন্য। ‘ক’ বিভাগের জন্য অঙ্কনের বিষয় ছিল ‘যেমন খুশি আঁকো’। বিভাগ ‘খ’ এর জন্য নির্ধারিত ছিল দুটি বিষয় ‘বন সংরক্ষণ’ ও ‘ভোরের গ্রামের ছবি’। দুটি নির্ধারিত বিষয়ের মধ্য থেকে যেকোনো একটি বিষয়ের ওপর ‘খ’ বিভাগের বাচ্চারা অঙ্কন করেছিল। এই প্রতিযোগিতায় প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।
মধ্যমগ্রাম কল্যাণ সমিতি দীর্ঘ কয়েক দশক ধরে বহুমুখী সমাজসেবামূলক কার্যের সাথে যুক্ত। কল্যাণ সমিতির পরিচালনায় চলে একটি হাসপাতাল এবং সাধারণ পাঠাগারও।