বাংলা ছবি মুক্তির প্রাক্কালে ফের সেন্সরশিপ বিতর্ক। সোহম চক্রবর্তী ও সায়নী ঘোষ অভিনীত LSD (‘লাল সুটকেসটা দেখেছেন’) ছবিকে নিয়ে অহেতুক অসহযোগিতা করার অভিযোগ কেন্দ্রের তথ্য সংস্কৃতি মন্ত্রক তথা সেন্সর বোর্ডের বিরুদ্ধে। ৯ ফেব্রুয়ারি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে অসহযোগিতার কথা মিডিয়ার কাছে তুলে ধরেন সোহম ও সায়নী সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী কুনাল ঘোষ। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া পেজে করা পোস্টে শ্রী কুনাল ঘোষ জানিয়েছেন যে তিনি দলের মুখপাত্র হিসেবে নয়, একজন সাংবাদিক এবং সেন্সর বোর্ড ও ইম্পার প্রাক্তন সদস্য হিসেবে তিনি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
LSD ছবির নির্মাতাদের বক্তব্য অনুযায়ী যখন ছবির প্রথম সেন্সরের জন্য আপিল করা হয়, তখন সেন্সর বোর্ডের একজন সদস্য জানিয়েছিলেন যে, ৭ থেকে ৮ টি সংলাপ বদল করতে হবে এবং সঙ্গে টাইটেল ট্র্যাক থেকে কিছু শব্দ বাদ দিতে হবে। যদিও নির্মাতারা ছবির চিত্রনাট্যের মধ্যে এমন কিছু দেখেননি যা সুশীল সমাজ তথা সমাজের যে কোনো স্তরের দর্শককে আহত করতে পারে। LSD নির্মাতারা আরও জানান এই ছবি মাদক সেবনের বিরুদ্ধে কথা বলে সচেতনতার বার্তা দিয়েছে, এবং তা দেখাতে অসামাজিক কোনো শব্দ বা দৃশ্য ছবিতে ব্যবহার করা হয় নি।
নির্মাতাদের প্রেস বিবৃতি অনুযায়ী আরও জানা যায় সেন্সর বোর্ডের একজন সদস্য বাকিদের সাথে দ্বিমত পোষন করে LSD র সংলাপ ও টাইটেল ট্রাকে বেশ কিছু বদল করার কথা বলেন আর এই বদল করা হলে ‘A’ রেটেড সার্টিফিকেট দেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হয়। এই নির্দেশ অমূলক মনে হওয়া সত্ত্বেও নির্মাতারা এই দাবি মেনে নেন এবং পরিবর্তন গুলো করে পুনরায় সেন্সর সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন। কিন্ত তা সত্ত্বেও সেন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ড তাদের কোনো রকম সহোযোগীতা করেনি বলে অভিযোগ করা হয় প্রেস কনফারেন্সে।
৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টা অব্দি অপেক্ষা করার পরও সেন্সর সার্টিফিকেট হাতে না পাওয়ায় ছবির কলাকুশলীরা সংবাদ মাধ্যমকে তাদের বক্তব্য জানানোর সিদ্ধান্ত নেন, আর আশ্চর্যজনক ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা হবার আধঘন্টার মধ্যেই ‘A’ রেটেড সেন্সর সার্টিফিকেট পেয়ে যান নির্মাতারা।
বিগত ৭ই ফেব্রুয়ারি এই সেন্সর সার্টিফিকেট ইস্যু করা সত্ত্বেও সেটি অযথা দেরী করে দেওয়ার অভিযোগ উঠেছে সেন্সর বোর্ড -এর বিরুদ্ধে।
নির্মাতারা এটাও দাবি করেন যে এই সেন্সরশিপ তর্জায় জড়িয়ে যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। সেন্সর সার্টিফিকেট জমা না পড়ায় নন্দন সহ একাধিক সিনেমা হলে এই সপ্তাহে দেখানো যাচ্ছে না এই ছবি। যার জন্য এই ছবির প্রযোজক বাণিজ্যিক ভাবে যথেষ্ট ক্ষতির মুখে পরবেন বলে আশঙ্কা করা হয়েছে।
সব বিতর্ক সত্ত্বেও ১০ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাচ্ছে LSD। Voice of Kolkata -র ফেসবুক পেজে দেখেনিন হল তালিকা ও শো-টাইম।