সম্প্রতি ‘অবনী সেনের ৭ নং কেস’ ওয়েব সিরিজ এর পোষ্টার মুক্তি পেয়েছে। পোষ্টার থেকে যদিও গল্পের ব্যাপারে বিশেষ কিছু আন্দাজ করা যাচ্ছেনা, কিন্তু পোষ্টার টির অভিনবত্ব নজর কাড়ছে সাধারণ দর্শক থেকে নেটিজেনদের। এই বিষয়ে পরিচালক নীল নওয়াজ জানিয়েছেন, “আসলে আমি যেরকম পোষ্টার রোজ দেখছি, চাইনি সেই জিনিসটা আরেকবার দেখতে। ভালো বা খারাপ বিষয় গুলো আপেক্ষিক, সেটার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, আমি শুধু চেয়েছিলাম পোষ্টার টা একটু আলাদা হোক।” পোষ্টার টি তে যে অনেক ক্লু লুকিয়ে আছে, সেটা নিয়ে বিশেষ কিছু মন্তব্য করতে চাননি নির্মাতা টীম এর কেও ই।
সিরিজে অবনী সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন দেবপ্রিয় মুখার্জি। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রজতাভ দত্ত, বিবৃতি চ্যাটার্জী, কৌশিক গোস্বামী এবং যুধাজিৎ সরকারের মতন অভিনেতাদের। ঠিক তেমনই বরিষ্ঠ অভিনেতা সুব্রত গুহ রায় এবং তরুণ মুখ সৌম্য মজুমদার ও নবাগতা দিশা ভট্টাচার্যী কে দেখা যাবে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায়।
সিরিজটি তৈরিতে লেখক – পরিচালক নীল নওয়াজ এর টিমে কাজ করেছেন অ্যাসোসিয়েট ডাইরেক্ট আহেরি মুখার্জি, সিনেমাটোগ্রাফার সাগ্নিক এবং এডিটর তুনির।
খুব তাড়াতাড়ি এই সিরিজের রিলিজ ডেট এবং প্ল্যাটফর্ম সংক্রান্ত বাকি বিষয় জানানো হবে বলে জানাচ্ছেন নির্মাতাদের টিম।