২৪শে জানুয়ারী এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার ‘আইসিসিআর’-এ লেখিকা রেখা দুগারের ‘৪ একর’ গ্রন্থ প্রকাশ করলেন অভিনেত্রী দেবশ্রী রায়।
‘৪ একর’ এমন এক রচনা যেখানে এক প্রায় অথর্ব পরিবারের ৩ সদস্যের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে।
কাহিনীর পরতে পরতে আছে সুখ, যন্ত্রণা ও অন্যান্য সাংসারিক অনুভূতির প্রকাশ। বই প্রকাশ ছাড়াও ছিল বইটির ওপর একটি সংক্ষিপ্ত আলোচনা।
“বই আমাদের সবসময়ের বন্ধু। কোনো একটা জায়গায় গিয়ে এমন হতে পারে ইন্টারনেট নেই, কিন্তু বই যদি সঙ্গে থাকে তবে আর একাকিত্বে ভুগতে হবে না। বই পড়ার অভ্যাসটা আমাদের নতুন জেনেরশনকেও ধরে রাখতে হবে”, বলেন অভিনেত্রী দেবশ্রী রায়।
গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় ছাড়াও উপস্থিত ছিলেন সুনীতা সেন, গৌতম সরকার, মহুয়া রায়, ঋদ্ধি, অভিরূপ সেনগুপ্ত, সায়ন্তন দাস, পাপড়ি জৈন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।