মুক্তি পেল ‘মিথ্যে প্রেমের গান’ ছবির গানের অ্যালবাম

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা ছবি ‘মিথ্যে প্রেমের গান’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহা। ছবিটি পরিচালনা করেছেন পরমা নেওটিয়া। পরিচালক হিসাবে পরমার এটি প্রথম কাজ। তাই এই ছবি ঘিরে তৈরি হয়েছে একরাশ প্রত্যাশাও।

আগেই মুক্তি পেয়েছে ‘মিথ্যে প্রেমের গান’ এর ট্রেলার। বৃহস্পতিবার মুক্তি পেল ছবির গানের অ্যালবাম। সল্টলেকের একটি অভিজাত হোটেলে মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনির্বাণ, অর্জুন, ঈশা ও পরিচালক পরমা সহ ছবির ‘মিউজিক টিম’ এর সকল সদস্যরা।

‘মিথ্যে প্রেমের গান’ এর মিউজিক অ্যালবাম মুক্তির মুহূর্ত

এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য্য, কুন্তল দে এবং সৌম্যঋত। গান গেয়েছেন ঈশান মিত্র, রণজয় ভট্টাচার্য্য, অম্বরিশ দাস, মধুবন্তী বাগচী, মেখলা দাশগুপ্ত ও অর্কদীপ মিশ্র। লিরিক্স লিখেছেন অরিত্র সেনগুপ্ত এবং রণজয় ভট্টাচার্য্য।

‘মিথ্যে প্রেমের গান’ এর ট্রেলার অনুযায়ী এটি একটি রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম। ছবিতে ত্রিকোণ প্রেমের দুই পুরুষ চরিত্রই সঙ্গীত শিল্পী। অনির্বাণ অভিনীত চরিত্র একজন আধুনিক গায়ক ও কবি। অন্যদিকে অর্জুন অভিনয় করেছেন একজন উচ্চাঙ্গসঙ্গীত শিল্পী। ঈশা অভিনীত কেন্দ্রীয় নারী চরিত্র একজন সাংবাদিক।

সব মিলিয়ে এ ছবি হয়ে উঠতে পারে ট্র্যাজিক ত্রিকোণ প্রেম আর সঙ্গীতের এক সিনেম্যাটিক ককটেল। ইতিমধ্যেই ফিল্মের বেশ কিছু সংলাপ সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়েছে। ফিল্মের ট্রেলারে বলা অনির্বাণের ডায়লগ “যারা কখনো কারও হবে না আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই?” হয়ে উঠেছে প্রেমের নতুন কনজেকচার।

প্রেমের মাস ফেব্রুয়ারিতে মুক্তি পাবে এই প্রেমের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *